বাঙালি জাতীর জনক
---------------------------
কি ? স্বপ্ন দেখে ছিলাম আমি
সোনার বাংলার মুখ পানে ,
আজ আমার স্বাধীন বাংলার মানুষ
না খেয়ে - অভাব অনাটনে ।
আমি বিদেশে বিদেশে 'ভিক্ষা' করে
এনে ছিলাম বাঙ্গালীর সুখে......
মুছবে চোখের পানি ,
ঘুচিবে পেটের ক্ষুধা ।
আমার সরল সোজা এই -
গ্রাম বাংলার মানুষ ,
তাদের কম্বল খানি পায় নি.........
আপন কম্বল খোঁজে ।
চৌর গুলি, সব পালিয়ে আছে
ঘোমটাপরা দিয়ে ,
ধরতে হবে পাঞ্জা মুজে
কাছে যদি পাই ।
খাদ্যের গুদাম লুট করেছে
খেয়েছে যত লুটে পুটে
লোভ পাকিয়ে খাচ্ছে তত
অত্যাচারীর দল ।
তিনি বলেছিলেন বিদ্রোহী কণ্ঠে -
স্বাধীন করে বাংলায়
স্বর্ণ -রুপা কিছু নয় ,
পেয়ছি চৌরের খনি ।।
এমন মহাবানী শুনি ,
বুলেটের আঘাত নেতার বুকে
ঢুকিয়ে দিল অত্যাচারীর দল ।
আহত নেতা কণ্ঠে বলে -
আমার বুকের তাজা রক্ত
দিলাম ঢেলে বাংলার বুক তব
তবু বাঙ্গালী যেন থাকে সুখে........
এই স্বাধীন বাংলায় ।
এই আশায় তুলে দু' হাত
বিধাতার দরবারে ,
হত্যা হলো জনক নেতা -
বিশ্ববাসী নিন্দা করে ।
মহান নেতার মৃত্যু হলে ,
শোকাহাত আজ বাঙ্গালী জাতি
হজার বছর অন্ধকার ,
স্বাধীন হয়ে-ও- পিছে ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
জাতির জনক তুমি ।
আর কেঁদনা জাতির জনক
আর কেঁদনা তুমি ।
তোমার নামে চুমা খাই -
আমরা যারা "বাঙ্গালী " ।
দল বেদে দলে দলে ,
বাংলায় 'গান' গেয়ে - - -
তোমার কবরে পুস্প বর্ষণ
ফুলের মালা সবাই দিয়ে যায় ।
থাকবে "তুমি" চির দিন
বাঙ্গালীর হৃদয় ।
FB LIke Bottom
Friday, October 2, 2015
স্বপ্ন দেখে ছিলাম আমি সোনার বাংলার মুখ পানে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment