FB LIke Bottom

Sunday, October 4, 2015

নয়ার হাট মা ও ছেলের পরিচয় পায়া যায়নি।

ঢাকা-আরিচা মহাসড়কের নয়াহাট বাসষ্ট্যান্ডে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে মা ও পাচঁ বছরের এক ছেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুত ঢাকাগামী একটি ট্রাক চাপায় দেয়। এতে ঘটনাস্থলে ওই পাচঁ বছরের শিশু মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মা ও ছেলে পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ঘাতক ওই ট্রাকটিও এলাকাবাসী আটক করতে পারেনি। উল্লেখ্য নয়ারহাট বাসষ্ট্যান্ডে প্রায়ই দুর্ঘনা ঘটে। এতে অকাল মৃত্যু হয় অনেকের। আবার অনেকে সারা জীবন পঙ্গুত্বয় জীবন যাপন করেন সমাজরে বুঝা হয়ে। এলাকাবাসীর প্রাণের দাবি নয়ারহাট বাষ্ট্যান্ডে একটি ষ্পিটভেকার দিতে হবে।

No comments:

Post a Comment