FB LIke Bottom

Monday, October 5, 2015

তসলিমা নাসরিন? ধর্ম নিয়ে আপনার ফেসবুক মন্তব্য নগ্নতা ছাড়া কিছু নয়।

তসলিমা নাসরিন? ধর্ম নিয়ে আপনার ফেসবুক মন্তব্য নগ্নতা ছাড়া কিছু নয়।
একজন ভালো লেখকের ভালো গুন থাকা চাই। আপনি সম্প্রতি আপনার ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। হতাশ হওয়ার পাশাপাশি আপনাকে অনুরোধ করবো দয়া করে এমন মন্তব্য আর করবেন না। গরুর মাংস খেয়েছে বলে কিছু হিন্দু কট্টরপন্থী আখলাক নামের এক মুসলমানকে মেরে ফেলেছে। ওদিকে ডিনার করার সময় ছ' বছর বয়সী মেয়ে ফারহিনের মাথার হিজাব খসে গিয়েছিল বলে তার মুসলিম কট্টরপন্থী বাবা জফর হুসেন তাকে খুন করেছে। এটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনা কোন ধর্ম করতে শেখায় না। ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবানের আইন। কেউ যদি তার অপব্যবহার করে তবে তাকেও শাস্তি পেতে হবে। তার মানে এই নয় ধর্ম মানুষকে হত্যা করতে শেখায়। শ্রদ্ধা নিয়ে বলছি আপনি ধর্ম ও কট্টরতাকে একাকার করে দিবেন না। আমরা যারা ভগবান বিশ^াসী তারা আপনার প্রবচনে ব্যথিত হই। দয়া করে কট্টরতাকে ধর্মের সাথে একাট্টা করবেন না। আপনি আমাদের দেশের গর্ব হতেন যদি আপনি নাস্তিকতাকে গ্রহন না করতেন। তবুও বলি আপনি কট্টরতার বিরুদ্ধে বলুন কিন্তু আমাদের বিশ^াস ও শ্রদ্ধার বস্তু জীবন মরনের সম্বল পবিত্র ধর্মকে নিয়ে আর মন্তব্য করবেন না। আপনি নাস্তিক তাতে আমাদের কোন সমস্যা নেই কিন্তু ধর্মের সাম্যবাদ কতোটা পবিত্র তা আপনি গীতা অধ্যায়ন করলে বুঝতে পারবেন। তসলিমার মন্তব্য হুবহু তুলে ধরা হলো।( ধর্ম মানুষকে বোকা বানায়, নিষ্ঠুর বানায়, অকৃতজ্ঞ বানায়, অমানুষ বানায়। কত ধর্ম মরে গেছে! প্রাচীন গ্রীসের ধর্ম, রোমান ধর্ম, মিশরের ধর্ম, ইথিওপিয়ার ধর্ম, ওলমেক ধর্ম, বৈদিক ধর্ম, আসুরিজম, টেঙ্গরিজম, ম্যানিচেজম, মিথরেইজম, মিনোয়ান ধর্ম, ক্যানেনাইট ধর্ম। কত শত ঈশ্বর আর নেই! এখন যেসব ধর্ম বা ঈশ্বরের জন্য মানুষ মারছে লোকে, এই ধর্ম বা ঈশ্বরও একসময় আর থাকবে না। এসব একদিন না একদিন বিলুপ্ত হবেই। আগামী দিনের আলোকিত মানুষেরা আজকের দিনকে অন্ধকার যুগ বা ডার্ক এজেস বলে বর্ণনা করবে। যতই অস্বীকার করি না কেন, আমরা আসলে বাস করছি অন্ধকার যুগেই।) ধিক্কার জানাই আপনার এমন মন্তব্যকে। ছি ছি।

No comments:

Post a Comment