কাউকে নিজের পৃথিবী ভেবো না,
মনে রেখো একদিন তার
অনুপস্থিতিতে তোমার
পৃথিবীটা অর্থহীন মনে হবে,
তখন হাজার মানুষের মাঝে থেকে ও
নিজেকে খুব একা লাগবে,
যে পৃথিবীটা তোমার সুখের ছিলো,
তা হয়ে যাবে নীলাব
বেদনাময় যেখানে তোমার
যন্ত্রনা তোমাকেই জালাবে ।
তোমার জন্য কেউ পুড়বে না ।
তখন যে তোমার হাত ধরে
তোমাকে সেই কষ্টের বালিচর
থেকে বাচাতে চাইবে,
তার হাত ধরে উঠে আসবে,
দেখো আবার
যে তোমাকে বাচাবে সে যেনো একই
যন্ত্রনা না পায় ।
কেনো তার জন্য কাঁদবে ?
যে তোমার চোখের পানির মুল্য
বোঝে না ভেবে দেখো ।
No comments:
Post a Comment