'এ পুরস্কারের দাবিদার দেশের জনগণ'
'সব পুরস্কার বাংলার মানুষকে উৎসর্গ করলাম'
----------------------------------------
"চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ" এবং আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার
অর্জনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সংবর্ধনায় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
*************************************
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু সমৃদ্ধশালী দেশ গড়ার
যে স্বপ্ন দেখেছিলেন তা এগিয়ে নিয়ে দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করাই তার লক্ষ্য।
-------------------------------------------
দেশ ও সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরে মনোমুগ্ধকর ডিসপ্লে আর হাজার হাজার মানুষের
উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হলো নাগরিক সংবর্ধনা।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা পুরস্কার "চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ" এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার অর্জনের কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই সম্মাননা দেয়া হয়। সংবর্ধনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার জীবন তিনি উৎসর্গ করতে চান দেশের মানুষের জন্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু সমৃদ্ধশালী দেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা এগিয়ে নিয়ে দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করাই তার লক্ষ্য। নাগরিক সংবর্ধনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সম্মানে এই অনুষ্ঠানে রঙিন সাজে সজ্জিত হাজারো শিল্পীর অংশগ্রহণে "আর্থ প্যারেড" শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয়। ডিসপ্লেতে জাতি বর্ণ নির্বিশেষে বিভিন্ন সংস্কৃতি ফুটে উঠে।
এসময় প্রধানমন্ত্রী হাতে তালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। চলতি বছর জাতিসংঘের ৭০তম অধিবেশনে পরিবেশ বিষয়ক নোবেল হিসেবে খ্যাত "চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ" পুরষ্কার পান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে যা যা করা দরকার সবই করবে তার সরকার।
প্রধানমন্ত্রী বলেন, 'আমি যেই পুরস্কারই পাচ্ছি, সেগুলো আমি বাংলার জনগণের জন্য উৎসর্গ করছি। কারণ বাংলার জনগণই এর একমাত্র দাবিদার। এই বাংলার জনগণের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। এই বাঙালি জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করেছে, সেই বিজয়ী জাতি মাথা নিচু করে চলবে, তা কখনো হতে পারে না। সেই বাঙালি জাতি বিশ্ব সভায় যাতে মর্যাদার আসন পায়, সেটিই আমাদের লক্ষ্য।'
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, 'লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশকে আমি মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলবো'।
FB LIke Bottom
Monday, October 5, 2015
'এ পুরস্কারের দাবিদার দেশের জনগণ' 'সব পুরস্কার বাংলার মানুষকে উৎসর্গ করলাম'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment