ধর্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে
ধামরাইয়ে গৃহবধূ ধর্ষণের ঘটনা ধামচাপা দিতে সূয়াপুর ইউপি চেয়ারম্যান সোরহাব হোসেন চেষ্টা ব্যার্থ
মুহাম্মদ বাবুল হোসেন,ধামরাই থেকে
ঢাকার ধামরাইয়ে সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামের এক গৃহবধূ বুধবার ধর্ষিত হয়েছে। এ ঘটনায় টাকা খেয়ে ধর্ষককে ছেড়ে দেন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান সোহরাব ও মেম্বার প্রভাতচন্দ্র মালো। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান ও মেম্বারকে অবরুদ্ধ করে। ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সকালে মামলা হয়েছে। ধামরাই থানার মামলা নং ১। তবে মামলা যাতে না হয় সেজন্য সব চেষ্টা করেছেন ওই চেয়ারম্যান ও মেম্বার। ঘটনাটি ধামাচাপা দিতে ওই ধর্ষিতাকে হুমকিও দেন তারা। এলাকাবাসী জানায়, শিয়ালকুল গ্রামের ওই গৃহবধূ বুধবার রাত ৯টার দিকে ওষুধ আনার জন্য সুয়াপুর বাজারে যান। ফেরার পথে ওত পেতে থাকা একই গ্রামের আছান উল্লাহ ছেলে সদর উদ্দিন (৪০) গৃহবধূর মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ের ভেতরে নিয়ে ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে স্থানীয় মসজিদের মুসল্লিসহ এলাকার মানুষ হাতেনাতে ধর্ষককে আটক করে মেম্বার প্রভাত মালোর হাতে তুলে দেয়। পরে চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশ করে মোটা অংকের উৎকোচ নিয়ে ধর্ষককে ছেড়ে দেয়া হয়। এমনকি গৃহবধূ থানায় মামলা করতে চাইলে তাকে আটকে রাখেন তারা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই রাতেই উত্তেজিত জনতা চেয়ারম্যান ও মেম্বারকে অবরুদ্ধ করে গৃহবধূকে উদ্ধার করে। ওই রাতেই এলাকাবাসীর সহায়তায় গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু চেয়ারম্যান প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হওয়ায় ধামরাই থানার ওসি রিজাউল হক মামলা নিতে গড়িমসি করেন বলে জানান ধর্ষিতা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে গৃহবধূ মামলা করার জন্য থানায় গেলে অভিযুক্ত চেয়ারম্যানকে ওসির কক্ষে বসে খোশগল্প করতে দেখেন। নিরুপায় হয়ে গৃহবধূ ধামরাই প্রেস ক্লাবে ঘটনাটি সাংবাদিকদের জানান।
গৃহবধূ জানান, সুয়াপুর ইউপি চেয়ারম্যান সোরহাব হোসেন ও মেব্বার প্রভাত আমাকে মামলা করতে দিবে না বলে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বলেন,এ বিষয়ে আমি কথা বলবো না। এ ঘটনায় ধামরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রিজাউল হক বলেন,ধর্ষনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ধামরাই থানা মামলা ০১। সাভার ও ধামরাই সার্কেল এএসপি নাজমুল হাসান ফিরোজ বলেন, ওসিকে মামলা নেয়ার জন্য বলে দেয়া হয়েছে।
No comments:
Post a Comment