টার্গেট যখন বিদেশী:(-----------------------------আমি কিছুদিন আগেই যে ভয় টি পেয়েছিলাম এখন দেখছি আমার ভাবনার সাথে এখনকার পরিবেশ ও পরিস্হিতি মিলে যাচ্ছে,দেশের মানুষেরা বিদেশে বসে দাবার গুটি চালছে আর টার্গেট করেছে এবার বিদেশীদের উপরে অনেক বুদ্ধি দিয়ে খেলছেন তারা,এযাবত অনেক রকম চেষ্টা করে তারা সাকসেস হতে পারেনাই তাই ধরি মাছ না ছুই পানি এই পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছেন,এবং করছেন ও,জানিনা বিষয়টি নিয়ে গভীর ভাবে চিন্তা কেউ করছেন কিনা তবে এভাবে চলতে থাকলে বিদেশের চাপে কিন্তু আমাদের দল ও সরকারকেই পড়তে হবে,আর যারা নেপথ্যে থেকে খেলছেন তারা কিন্তু এটাই চাচ্ছেন আর তাহলেই তাদের ষোল কলা পূর্ন হবে সাপ ও মরবে লাঠি ও ভাঙবে না!!
No comments:
Post a Comment