FB LIke Bottom

Monday, October 5, 2015

কোন ছাত্রলীগের কর্মি যদি কাউকে একটা থাপ্পর দেয় মিডিয়াতে তা ব্রেকিং নিউজ হয় ,থাপ্পরটা হয়ে যায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলা।

প্রিয় দেশের মানুষ আপনাদের বিনিত অনুরোধ এই পোষ্টটা এড়িয়ে যাবেননা....
হাত জোর করে বলছি দয়া করে পড়ে অন্যকে পড়ার সুযোগ দিন।
************************************************************************
কোন ছাত্রলীগের কর্মি যদি কাউকে একটা থাপ্পর দেয় মিডিয়াতে তা ব্রেকিং নিউজ হয় ,থাপ্পরটা হয়ে যায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলা।
ছাত্রলীগ হাসলেও অপরাধ, কাঁদলেও অপারাধ, ছাত্রলীগের কোন কর্মী গরমের রাতে যদি বারান্দায় এসে দাঁড়ায় তা যদি কেউ দেখে ঠিক সেই রাতে ঐ মহল্লায় কোন ঘটনা হয় তাহলে আসল খুঁজার কি দরকার অমুকের ছেলে ছাত্রলীগ করযে তাকে রাতে দলবল নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবার শুরু হল মিডিয়ার চুলকানি।।।
বন্ধুরা এতক্ষন ছাত্রলীগ যারা করে তাদের জীবন কতযে বৈষম্য তা একটু উদাহারণ দিলাম .....আজ অনেক কষ্ট লাগে যখন ভাষা আনন্দোলনের সময় ছাত্রলীগ নেতা কর্মী সালাম,জব্বার,রফিক,বরকত সহ অনেকেই কার্ফিউ ভেঙ্গে ভাষার দাবীতে মিছিল করতে গিয়ে জীবন দিয়েছিল।।
১দফা ১দাবি রাষ্টভাষা বাংলা বলে মিছিল কারা করেছিল????
কারা বুকে গরম পিতলের বিছি বুকে নিয়ে আজ এই বাংলাভাষা এনে দিয়েছে???
কাদের রক্তের ভাষা দিয়ে ছাত্রলীগের বদনাম করে??
মিডিয়া বাংলাতে বুঝানোর ভাষাটা পেল কোথায়???
বন্ধুরা ১৯৬৯সালে কারা রক্ত দিয়েছিল???
১৯৭১সালে প্রথম মুক্তিযোদ্ধাতে কারা অংশগ্রহণ করেছিল???
১৯৮৯তে কারা সৈরাচার সরকারের পতন করে বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠাতা করেছিল???আজ যারা আমি অমুক আমি এই করেছি সেই করেছি তখন তাদের গালবাজি কোথায় ছিল??...বন্ধুরা বিশ্বাস করুন আমি এই লেখাটা লিখতে চোখের পানি ধরে পারিনি আমাদের ছাত্রলীগ ভাইয়েরা সত্যি কি এতিম???আমাদের পিতা বঙ্গবন্ধুকে হারিয়ে কি আমাদের ছাত্রলীগের ভাইয়েরা এতিম হয়ে গেল???
যদি এতিম না হয় কেন এই ছবিটা কোন নিউজ আফডেট দেলখলাম না?? কেন শুনলাম না কোন নেতার মুখে এই ছাত্রলীগ ভাইয়ের উপর এসপির ভাইয়ের নির্যাতনের খবর ১রাত ১দিন গাছের সাথে বেঁধে এইভাবে নির্যাতন ।।
কি অপরাধ????ছাত্রলীগ করার অপরাধ???যদি অপারাধি হয় এসপির ভাই কি এসপি হয়ে গেল????কেদারপুড় ইউনিয়ন(নড়িয়া,শরীয়তপুর জেলা) কেদারপুড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে এইভাবে নির্যাতনের প্রতিবাদের ভাষা কি হওয়া উচিত আপনারা বলুন।।।।।

No comments:

Post a Comment