বহুমাত্রিক কবি মুহম্মদ নূরুল হুদা-র ৬৬ তম জন্মবাষর্িকী উদযাপিত হলো | উদ্বোধক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সম্মানিত অতিথি কাজী রোজী, এমপি ; প্রফেসর হারুন অর রশীদ, প্রফেসর মনিরুজ্জামান, ড. রণজিত কুমার বিশ্বাস, সিরাজুল হক খান, ড. মোহীত উল আলম, কবি হাবীবুল্লাহ সিরাজী, 'সমকালের প্রতিনিধি কবি মুহম্মদ নূরুল হুদা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন কবি কামরুল ইসলাম,'বক্তব্য রাখেন কবি বিমল গুহ, রবীন্দ্র গোপ, সৈয়দা আনোয়ারা হক, আলম তালুকদার, ফয়জুল লতিফ চৌধুরী, মানিক মোহাম্মদ রাজ্জাক, কবিপত্নী সাঈদা হুদা, স্বাগত বক্তব্য নিশাত খান, ধন্যবাদ জ্ঞাপন কবি ফরিদ আহমেদ দুলাল, সঞ্চালনায় কবি হাসান মাহমুদ, নাহিদা আশরাফী , সভাপতিত্ব করেন কবি মতিন বৈরাগী | ফুলের শুভেচ্ছা ও প্রতিক্রিয়ায় কবি নাসের মাহমুদ, মজিদ মাহমুদ, সরকার মাহবুব, তপন বাগচী, কলকাতা থেকে আগত মানসী কীর্তনীয়া,তাহমিনা কোরাইশী, দীলতাজ রহমান, রহীম শাহ, আসাদুল্লাহ, ড. শাহাদাত হোসেন নিপু, মনি হায়দার, শামসুল আলম বেলাল, আশরাফ জুয়েল, নাইম আহমেদ, গোলাম মোশর্েদ চন্দন, রোকেয়া ইসলাম, আনোয়ার কামাল, সোহাগ সিদ্দিকী, সালেক নাসির উদ্দিন, শুভ্রা নীলঞ্জনা, জেবুননেসা হেলেন,সাইদা নাইম, আয়েশা জেবিন, শাহানা সিরাজী, ইসমাত শিল্পী, আফরোজা কনা, চন্দ্রশিলা ছন্দা, অদ্রি আরিফ, দীপ্তি ইসলাম, সংগীতে তুষার (ভারত).তপন বাগচীর লেখা গান পরিবেশন করেন নূরিতা নুসরাত খন্দকার | এ ছাড়াও বিভিন্ন সংগঠন ফুলের শুভেচ্ছা জানান| স্থান: কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর | আয়োজক: বাংলাদেশ রাইটার্স ক্লাব |৩০/৯/২০১৫
No comments:
Post a Comment