সাভার উপজেলার সাধারণ সম্পাদক। মঞ্জুরুল আলম রাজিব ভাই
সাভারের অতি প্রিয় পরিচিত মুখ, সাভার-আশুলিয়ার রাজপথের গৌরবময় এবং বিপ্লবী ছাত্রনেতা। এক সময়ের তুখর ছাত্রনেতা। আওয়ামী লীগ এর দুরসময়ের কান্ডারি। যার স্লোগানের টানে সাভার-আশুলিয়ার মানুষ ঘর ছেড়ে রাজপথ এ নেমে আসত। যার জন্য আজ আওয়ামী লীগ তার সুপরিচিত লাভ করেছে সাভারের ভুকে। সাভার কলেজের ২বার সাবেক ভিপি, বর্তমান সাভার উপজেলার সাধারণ সম্পাদক। মঞ্জুরুল আলম রাজিব ভাইকে আসন্ন সাভার উপজেলা নির্বাচন এ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
সাভার এর মানুষের প্রানের দাবি।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।
জয় হক নিপিরিত জনতার।
FB LIke Bottom
Sunday, October 4, 2015
মঞ্জুরুল আলম রাজিব ভাই সাভারের অতি প্রিয় পরিচিত মুখ,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment