FB LIke Bottom

Sunday, October 4, 2015

তোপের মুখে পড়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক

পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তোপের মুখে পড়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন। সংবাদ সম্মেলনে উর্দুতে কথা বলায় তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি।
পাকিস্তানের পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সঙ্গে বিষয়টি নিশ্চিত করে কথা বলেছেন সফরে বাংলাদেশ নারী দলের টিম ম্যানেজার শফিউল হক হীরা। তিনি জানিয়েছেন, সংবাদ সম্মেলনে সালমা উর্দুতে কিছু কথা বলেছিলেন। এরপরই টিম ম্যানেজমেন্টের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চায় বিসিবি।
## এই সালমাদের নিরাপত্তার জন্য আমরা ছিলাম উৎকণ্ঠিত । ওরা যেন পাকিস্থানে না যায় তার জন্য অন লাইনে তুলেছিলাম প্রতিবাদের ঝড় । আর সেই সালমা কিনা আমাদের মুখে এই ভাবে চুন কালি মেখে দিল !!! হতাশা ব্যক্ত করা ছাড়া আর কিছুই বলার নেই আমাদের ।।

No comments:

Post a Comment