FB LIke Bottom

Sunday, October 11, 2015

মানিকগঞ্জের সিঙ্গাইর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচন স্থগীত করা হয়েছে।

মানিকগঞ্জের সিঙ্গাইর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচন স্থগীত করা হয়েছে। ছাত্রলীগের পৃথক দুটি প্যানেল হওয়ায় স্থানীয় সাংসদ মমতাজ বেগমের নির্দেশে শনিবার নির্বাচন স্থগীত করার ঘোষনা দেন কলেজ কর্তৃপক্ষ। অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় এদিন কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়।
এদিকে ছাত্রলীগ প্যানেলের ভরাডুবির আশঙ্কায় নির্বাচন স্থগীত করা হয়েছে বলে জানান কলেজ ছাত্রদলের সভাপতি শওকত হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৯ অক্টোবর সিঙ্গাইর বিশ্ববিদ্যায় কলেজের ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ধার্য করে তফশিল ঘোষনা করা হয়। ১৩ অক্টোবর ছিল মনোনয়ন পত্র জামা দেয়ার দিন। নির্বাচনকে ঘিরে ছাত্রলীগ দুই গ্রুপে বিভক্ত হয়ে পরে। ফারুক হোসেন মিরুকে ভিপি ও মনিরুল ইসলামকে জিএস ও ফাহিমকে এজিএস করে প্যানেল ঘোষনা দেন স্থানীয় সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ছাত্রলীগের অপর গ্রুপ আব্দুল্লাহ আল-মামুন ও নাছির উদ্দিন লাভলু ও রানা/মিঠু আরেকটি  প্যানেল ঘোষনা দিয়ে নির্বাচনে অংশ নেয়ার প্রচারণা শুরু করে। এ গ্রুপকে সর্মথন দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুলের অনুগত নেতারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
এ পরিস্থিতিতে শুক্রবার রাতে সাংসদ মমতাজ বেগম নিজের অনুগত দলীয় নেতাকর্মীদের নিয়ে জরুরী বেঠক বসে। ওই বেঠকের সিদ্ধান্ত মোতাবেক শনিবার নোটিশের মাধ্যমে নির্বাচন স্থগীত করে দেন কলেজ কর্তৃপক্ষ ।
সিঙ্গাইর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মহম্মদ নুরুদ্দিন জানান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের নির্দেশে নির্বাচন স্থগীত করা হয়েছে। তিনি জানান কলেজের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতির আশংকায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে আগামী সোমবার পরিচালনা কমিটির সভায় এই বিষয়ে আলাপ আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ফারুক হোসেন মিরু ও আব্দুল্লাহ আল-মামুন দুজনেই ছাত্রলীগ প্যানেলের ভিপি প্রার্থী দাবি করে বলেন, কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা না থাকলেও অদৃশ্য কারণে নির্বাচন স্থগীত করা হয়েছে। তারা জানান, সর্বশেষ গত ২০১০ সালে কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর কয়েক দফা তফসিল ঘোষনা করা হলেও একই কারণে নির্বাচন স্থগীত করা হয়।
এদিকে কলেজ ছাত্রদলের সভাপতি শওকত হোসেন বলেন, ছাত্রলীগ প্যানেলের নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় ক্ষমতাসীন দলের নেতাদের নির্দেশে নির্বাচন স্থগীত করা হয়েছে। নির্বাচন হলে ছাত্রদল মনোনীত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হতো।
পুলিশ পরিদর্শক (ওসি)  সৈয়দুজ্জামান জানান, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় শনিবার কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়তন করা হয়। পরিস্থতিতি শান্ত হলে পুলিশ চলে আসে।

No comments:

Post a Comment