FB LIke Bottom

Friday, August 12, 2016

প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস ইসব গুলের ভুষির শরবত খেলে যৌনতা বৃদ্ধি পায়।

প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে এক
গ্লাস ইসব গুলের ভুষির শরবত
খেলে যৌনতা বৃদ্ধি পায়।
.
এছাড়াও,
কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, উচ্চ
কলেস্টেরল,
জ্বালাময়ী পেটের রোগ, কোলন
ক্যান্সার,
হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস,
হাইপারকলেস্টেরো
মিয়া এবং স্থূলতা ইত্যাদির প্রতিরোধ
করে এই ইসব গুলের ভুষি।
.
ডায়েবেটিস রোগিদের রক্তে চিনির
মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে ইসব গুলের
ভুষি গ্রহণ করা ঠিক নয়।
.
বেশ কিছুদিন কোন পোষ্টে লাইক
না দিলে আপনার হোমপেজে এই পেজের
পোষ্ট যবে না। তখন আপনাকে বারবার
পেজ খুজে বের করে ঢুকতে হবে। তাই নিয়মিত
এই পেজের আপডেট পেতে অবশ্যই লাইক
দিবেন।

No comments:

Post a Comment