শিশুরাই জাতির ভবিষ্যৎ রূপকার।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ রূপকার। তারাই ভবিষ্যতে বিশ্ব পরিচালনায় নেতৃত্ব দেবে। সভ্যতা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।’
কাল রোববার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৫ উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন।
তিনি বলেন, ‘শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে সুরক্ষাসহ মৌলিক অধিকার প্রদানের পাশাপাশি তাদের মধ্যে শৈশব থেকে দেশপ্রেম ও মানবিক গুণাবলীর উন্মেষ ঘটাতে হবে।’
No comments:
Post a Comment