সাহসী কন্যা ঝর্না আজ অসহায় হয়ে ঘুরছে প্রতিশ্র“তি দেওয়া আওয়ামীলীগের এমপি-মন্ত্রী‘দের দুয়ারে দুয়ারে। কিন্তু সাড়া পাচ্ছে না তেমন... আর এমপি-মন্ত্রী‘রা মৌখিক বা লিখিত ভাবে বললেও এক শ্রেনীর অসাধু কর্মকর্তা ঝর্নাকে অসহায় করে তার অসহায়ত্বকে নিয়ে মজা করছে যা সত্যিই দুঃখজনক।
যে নারী নিজের জীবন বাজী রেখে রক্তাত্ব অবস্থায় পুলিশ কর্মকর্তাকে বাঁচিয়েছিলো সেই নারী যেন অসহায়, ক্ষোভদ্ধ। স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের নৃশংস বর্বরতার শিকার পুলিশ কর্মর্তাকে নিজের ওড়না দিয়ে প্যাচিয়ে জীবন রক্ষা করার কারনে যিনি এক সময় বীরের মর্যাদা পেয়েছিলো আজ তিনি জীবন-জীবিকার প্রয়োজনে যেন অশ্র“জ্বলে পথপার।
আমি মনেকরি, যারা মন্ত্রীদের আদেশ অমান্য করে ঝর্না বেগমকে অপমান করেছে তারা আর কেউ নয় তারা সেই ৭১ এর স্বাধীনতাবিরোধী জামাতের অংশবিশেষ। এ ব্যাপারে যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করা এবং ঝর্নাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া হোউক।
FB LIke Bottom
Sunday, October 11, 2015
সাহসী কন্যা ঝর্না আজ অসহায় হয়ে ঘুরছে প্রতিশ্র“তি দেওয়া আওয়ামীলীগের এমপি-মন্ত্রী‘দের দুয়ারে দুয়ারে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment