FB LIke Bottom

Wednesday, October 7, 2015

যোগ্য মায়ের যোগ্য সন্তান ডিজিটাল বাংলাদেশের রুপকার।

প্রিয় বন্ধুরা,
যোগ্য মায়ের যোগ্য সন্তান ডিজিটাল বাংলাদেশের রুপকার।জননেত্রীর শেখ হাসিনার সুযোগ্য সন্তান তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজিদ জয় বলেছেন বাংলাদেশ আমাদের সবার।তরুণদের হাতেই এই দেশের ভবিষ্যত।তারুণ্যের শক্তিতে তারাই গড়বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।আর এই জন্য যত ধরনের সহায়তা দরকার বর্তমান সরকার তা করবে।তাই বলছি আগামীর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তোমার হাতেই মানাবে বেশ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
জয় জননেত্রী শেখ হাসিনা।
জয় হোক সজীব ওয়াজিদ জয়ের।

No comments:

Post a Comment