FB LIke Bottom

Wednesday, October 7, 2015

অতিরিক্ত ভাড়া নিলে চাল-মালিককে শাস্তি: সেতুমন্ত্রী

অতিরিক্ত ভাড়া নিলে চাল-মালিককে শাস্তি: সেতুমন্ত্রী
নিউজ ডেক্ট : ওবাইদুল খান
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে বাসের মালিক ও চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের লিংক রোডের সাইনবোর্ড এলাকায় একাধিক বাস থামিয়ে যাত্রী ও চালকদের সঙ্গে

কথা বলে সাংবাদিকদের এ কথা জানান সেতুমন্ত্রী। ওই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বি আরটিএ) এবং সড়ক ও জনপথ (সওজ) কর্মকর্তারা। মন্ত্রী সাংবাদিকদের জানান, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে বন্ধন ও উৎসব বাস সার্ভিস যাত্রীদের কাছ থেকে এক টাকা করে অতিরিক্ত আদায় করে। এছাড়া নারায়ণগঞ্জ-চট্টগ্রাম সড়কে বন্ধু বাস সার্ভিস দুই টাকা করে অতিরিক্ত আদায় করে। এর প্রমাণ পেয়ে ১০টি বাস আটক করা হয়। বাসপ্রতি এক থেকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মন্ত্রী বলেন, বি আরটিএর লোকবল কম। এরপরও বাসভাড়া নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি আরো বলেন, বাসভাড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব তাঁকে দমাতে পারবে না।

No comments:

Post a Comment