যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত উত্তর কোরিয়া’।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ সংক্রান্ত পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে উত্তর কোরিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।
শনিবার (১০ অক্টোবর) ক্ষমতাসীন ওর্য়াকার্স পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ক্ষমতাসীন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়।
এতে হাজারো সৈন্য ও সমরাস্ত্রের প্রদশর্ন করা হয়। পাশাপাশি লাল ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে রাজধানীকে। এছাড়া হাজার হাজার সৈন্য দিয়ে গোলাকার মঞ্চ তৈরি করা হয়। নিরাপত্তায় ছিল ট্যাংক ও ক্ষেপণাস্ত্র বাহী বিভিন্ন যুদ্ধ বিমানও।
FB LIke Bottom
Sunday, October 11, 2015
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত উত্তর কোরিয়া’।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment