FB LIke Bottom

Wednesday, October 7, 2015

তিনি শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ তৃতীয় বিশ্বের একজন বিচক্ষণ বিশ্বনেতা

তিনি শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ তৃতীয় বিশ্বের একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন নতুন ভূমিকায়। অসাম্প্রদায়িকতা, উদার, প্রগতিশীল গণতান্ত্রিক বিজ্ঞানমনস্ক জীবনদৃষ্টি তাঁকে করে তুলেছে এক আধুনিক, অগ্রসর রাষ্ট্রনায়কে।একবিংশ শতাব্দীর অভিযাত্রায় তিনি দিন বদল ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কান্ডারি। আমাদের সবার প্রানপ্রিয়
নেত্রী বিশ্বশান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘআয়ু
কামনা করি এবং মহান আল্লাহতায়ালা কাছে প্রার্থনা করি
উনি যেন আমাদের নেত্রীকে
দীর্ঘজীবি দান করেন।

No comments:

Post a Comment