FB LIke Bottom

Monday, October 12, 2015

ভাষাসৈনিক আনিসুর রহমান আর নেই ভাষাসৈনিক অ্যাডভোকেট আনিসুর রহমান মারা গেছেন।

ভাষাসৈনিক আনিসুর রহমান আর নেই
ভাষাসৈনিক অ্যাডভোকেট আনিসুর রহমান মারা গেছেন।
রোববার দুপুরে শেরপুর শহরের খরমপুরের নিজের বাড়িতে ৯৩ বছর বয়সী এই মুক্তিযোদ্ধার মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।
আনিসুর রহমান বঙ্গবন্ধু সরকার আমলে শেরপুরের গভর্নর ছিলেন। তার আগে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) ছিলেন তিনি।
তিনি মুক্তিযু্দ্ধের সময় শেরপুরে গঠিত সাত সদস্যের সর্বদলীয় সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন।
প্রয়াতের ছেলে আরিফুর রহমান সুমন জানান, শেষ শ্রদ্ধা নিবেদনের জন্যে সোমবার সকালে তার বাবার মরদেহ জেলা আইনজীবী সমিতির সামনে রাখা হবে।
পৌর ঈদগাহে জানাজা শেষে আনিসুরকে রাষ্ট্রীয় মর্যাদায় চাপাতলী পৌর কবরাস্থানে দাফন করা হবে।

No comments:

Post a Comment