ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলাকে ১০০ কোটি দুর্নীতির অভিযোগে দুদকে তলব
বিভিন্ন ভুয়া প্রকল্পের নামে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে গতকাল রবিবার তার কাছে জিজ্ঞাসাবাদের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে আগামী ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় দুদকের জিজ্ঞাসাবাদে তাকে হাজির থাকতে বলা হয়েছে। দুদক সূত্র গতকাল রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে অভিযোগ অনুসন্ধানে সমবায় মন্ত্রণালয় তথ্য সরবরাহ না করায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিবের (জেলা পরিষদ অধিশাখা) কাছে আবারো তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর তথ্য চেয়ে চিঠি দেয় দুদক। এবারের চিঠিতে আগামী ২৫ অক্টোবর সময়ের মধ্যে চাহিদা অনুসারে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, জেলা পরিষদের সব কাজের বিলের চূড়ান্ত অনুমোদন দেন
No comments:
Post a Comment