FB LIke Bottom

Saturday, October 3, 2015

বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র।

বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে গুলশানের কূটনীতিক পাড়ায় নিরাপত্তা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “এটা বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য  ষড়যন্ত্র। কথায় বলে না, ‘নিজের না একটা ক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা’।
“ডিপ্লোমেটিক জোনে এই ইতালীয় নাগরিককে খুন করা হয়েছে। এই জোনে নিরাপত্তার বিষয়টি আরও বেশি সুশৃঙ্খল, দৃঢ় ও জবাবদিহিমূলক হওয়া উচিত।”
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে হাঁটার সময় ইতালির নাগরিক চেজারে তাভেল্লাকে গুলি চালিয়ে হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই আলোচনা সভায় তাভেল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমরা ধরেছিলাম অস্ট্রেলিয়া-বাংলাদেশের খেলাটি হবে, কিন্তু হল না। খেলাটি হল না এটা যেমন দুঃখজনক, তেমনই কেন হল না এ বিষয়টি খতিয়ে দেখতে হবে।”
নিরাপত্তার আশঙ্কা প্রকাশ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত এবং যুক্তরাজ্য তার দেশের নাগরিকদের চলাফেরায় সতর্ক করার পর ঢাকায় খুন হন তাভেল্লা। মধ্যপ্রাচ্যভিত্তিক দল আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বার্তা পাঠিয়েছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ দাবি করলেও এর ‘কোনো প্রমাণ নেই’ বলে তা নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
হত্যাকাণ্ডের পর বাংলাদেশে বেশ কয়েকটি দেশের দূতাবাস তাদের নাগরিকদের চলাফেরায় সতর্ক করেছে।
প্রধানমন্ত্রী দেশে এলে তাভেল্লা হত্যাকাণ্ডের সবদিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে বলে আশা প্রকাশ করে সুরঞ্জিত।
তিনি বলেন, “বিশ্বে কিছুই রাজনীতি মুক্ত না। ভলিবল, ক্রিকেট অঙ্গনেও রাজনীতি আছে, এতে জাতি খুবই ভারাক্রান্ত।
“যুক্তরাষ্ট্রে এক স্কুলে গুলি করে ১০ জন মাইরা ফালাইছে, এতে কিছু হয়নি। আর আমাদের দেশে একজনকে মারছে, তাতেই কত কী হইছে।”
যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেটের একটি কলেজে বৃহস্পতিবার গুলি চালিয়ে অন্তত নয়জনকে হত্যা করে এক বন্দুকধারী। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

No comments:

Post a Comment