রংপুরের গ্রামাঞ্চলে নবান্নের আয়োজন
আজ ১ অগ্রহায়ণ। দিনটি জাতীয় কৃষি দিবস হিসেবে ঘোষণা হওয়ায় এদিনেই নবান্ন উৎসব হিসেবেই বেছে নিয়েছেন কৃষকরা। নতুন ধানে নবান্ন আয়োজনকে ঘিরে শস্যভান্ডার বলে পরিচিত রংপুরের গ্রামাঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
ধান কাটার মহোৎসব চলছে। কৃষক-কৃষাণী বসে নেই কেউ। পিঠা-পায়েসসহ নবান্নের আয়োজনে কেউ বা ধান কাটছেন, কেউ বা করছেন মাড়াই। গৃহবধূরা ঢেঁকি কিংবা উরুন-গাইনে ধান থেকে চাল তৈরি করছেন। দিনরাত চলছে রোপা আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ। পা চালিত ধান মাড়াই যন্ত্রের ঘরঘর শব্দে গ্রামের পরিবেশটাই যেন পাল্টে গেছে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের আনুর বাজার গ্রামের রমজান আলীর স্ত্রী ইয়াসমিন আরা গতকাল বিকেলে ‘উরুন-গাইনে’ নতুন ধানের চাল থেকে আটা তৈরি করছিলেন। তিনি বলেন, ‘নবান্নের দিনে পিঠা-পায়েস না খাইলে কি হয়!’ কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের কৃষক আব্দুর রহমান জানান, ‘যদিও আগাম জাতের ধান অনেক আগেই কাটা হয়েছে, তারপরও আমরা কয়েক বছর থেকে অগ্রহায়ণ মাসের প্রথম তারিখেই নবান্নের আয়োজন করে থাকি।’ কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের এন্তাজ আলী বলেন, একই দিনে গ্রামে নবান্ন উৎসবের আয়োজনে খুব মজা হয়। পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তালুক উপাসু গ্রামের ভাই ভাই চাল কলে গিয়ে দেখা যায়, ধান ভাঙতে উপচে পড়া ভিড়। চালকলের মালিক শাহ আলম জানান, এক মাস আগে থেকেই আগাম জাতের ধান কাটা শুরু হলেও তেমন ভিড় ছিল না। কিন্তু ১ অগ্রহায়ণ নবান্নকে ঘিরে দু’দিন থেকে কৃষকরা ধান ভাঙতে ব্যস্ত হয়ে পড়েছেন। কৃষকরা জানান, আজ নবান্নের দিনে নতুন ধানের পিঠা-পায়েসসহ ভাল খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়া বিশেষ প্রার্থনা করা হবে যাতে আগামীতেও মহাধুমধামের সাথে নবান্ন উৎসব পালন করা যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় পাঁচ লাখ ৮২ হাজার ৯৬৭ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। এরমধ্যে স্বল্পমেয়াদী ও আগাম জাতের ধান কৃষকের ঘরে উঠতে শুরু করেছে। এ বছর অতিবৃষ্টিসহ নানা প্রতিকূলতার পরও আশানুরুপ ফলন হয়েছে বলেও সূত্র জানায়।
FB LIke Bottom
Sunday, November 15, 2015
রংপুরের গ্রামাঞ্চলে নবান্নের আয়োজন আজ ১ অগ্রহায়ণ। দিনটি জাতীয় কৃষি দিবস হিসেবে ঘোষণা হওয়ায় এদিনেই নবান্ন উৎসব হিসেবেই বেছে নিয়েছেন কৃষকরা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment