জীবনের জয় গান!
কুরবানীর দিন তার বাসায় যেতেই হবে, বুইনডুর আদেশ! আমর ঘাড়ে তো একটাই মাথা, তাইনা! যদিও সবাই আসতে আসতে সেই সন্ধ্যা পরই হলো!!
সাথে দ্বীপত্রিকার প্রিয় সম্পাদক প্রিয় সালেক নাসির উদ্দিন। বদ্দিনগর থেকে উঠে আসা বাথান বিশেষজ্ঞ প্রিয় কণ্ঠ শিল্পী নূরিতা নূসরাত খন্দকার। বালাই থেকে এখনো পুরোপুরি সুস্থ নয়, সাথে মিষ্টদুষ্ট মাহমুদ রিজভী। সবার মধ্যমণি আমাদের কবিতার নটরাজ কবি কামরুল ইসলাম।
নাহিটি যোগে আড্ডাটাই হয় প্রধান, যদি সাথে থাকেন কবি কামরুল ইসলাম। কালও অনেক সাহিত্য আড্ডা হলো, আমরা শ্রোতা, বক্তা তিনি। নূরিতার গান শোনা হলো না এই যা দুঃখ!!!
ধন্যবাদ কবি গল্পকার নাহিদা আশরাফী,
বুইনডু আমার। ভাগ্নে ভাগ্নি দুটি অসাধার! বিশেষ করে ভাগ্নিটি তো আমার কবিদের নিয়ে শব্দজব্দ খেলে!!
জগতের সকল প্রাণী সুখী হোক।।
বুইনডু রে, অনান্য গুলোর জবাব নেই, সেটা তো নূরিতায় সিদ্ধ! ইলিশ আর পায়েসটার জন্য স্পেশাল থ্যাঙ্কস!!
FB LIke Bottom
Tuesday, September 29, 2015
জীবনের জয় গান!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment