৫ম শ্রেনির এতিম ছাত্রীকে ধর্ষণ করলো আওয়ামীলীগের পৌর সহসভাপতি !!!নিউজ ডেস্ক ঃ ওবাইদুল খান
বান্দরবানের লামায় স্টুডিওতে ছবি তুলতে গিয়ে আওয়ামী লীগ নেতার ধর্ষণের স্বীকার হয়েছে পঞ্চম শ্রেণীর এক এতিম ছাত্রী (১৫)। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জানতে পারে ছাত্রীর অভিভাকরা। পরে লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই বালিকা।
বান্দরবান জেলার লামা উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম চন্দন দাশ। তিনি লামা পৌর আওয়ামী লীগের সহসভাপতি।
গত ২৬ ফেব্রুয়ারি বিষপানের পর অসুস্থ অবস্থায় ছাত্রীটিকে লামা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন। সে মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং মেরাখোলা মুসলিমপাড়া গ্রামের অসহায় ও এতিম মেয়ে। তার বাবা অনেক আগেই মারা গেছে।
ছাত্রীর পরিবার জানায়, মাস দুয়েক আগে লামা বাজারে মা মনি স্টুডিওতে ছবি তুলতে যায় ওই ছাত্রী। এসময় আওয়ামী লীগ নেতা চন্দন দাশ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। লজ্জায় ও ভয়ে তাৎক্ষণিকভাবে পরিবারকে না জানালেও এক পর্যায়ে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এতে তার মা হালিমা বেগম টের পেয়ে যান। মা তাকে এ ব্যাপারে জানতে চাইলে গত ২৬ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এসময় ধর্ষিতার পরিবার তাকে দ্রুত লামা হাসপাতালে নিয়ে যায় । সে এখন ও হাঁসপাতালে চিকিৎসাধীন ।
বিঃ দ্রঃ -- সকলে শেয়ার করে জানিয়ে দিন আওয়ামী নেতার কুকীর্তি ও কুকর্ম । একটি এতিম ছাত্রীর জীবন এভাবে ধ্বংস করে দিলো হায়েনার বাচ্চা ।।
FB LIke Bottom
Tuesday, September 29, 2015
৫ম শ্রেনির এতিম ছাত্রীকে ধর্ষণ করলো আওয়ামীলীগের পৌর সহসভাপতি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment