ঢাকার ধামরাইয়ে গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমি আক্তারের জুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। অপর দিকে উপজেলার বাউখন্ড গ্রামে চার সন্ত্রানের জননী ঘরের ভিতর থেকে জুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশ দু’টি ধামরাই থানার পুলিশ উদ্ধার করেনি বলে এলাকাবাসী তাদের দাফন কাজ সর্ম্পন করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে।
এলাকাবাসী জানান,উপজেলার গোয়ালদি গ্রামের রহমানের মেয়ে গোওয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমি আক্তার (১১) বাড়ীর পাশে আম গাছের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান সোমভাগ ইউপি সদস্য বাচ্চু মিয়া। পরে এলাকাবাসী পুলিশে জানানোর পর ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেনি বলে অভিযোগ উঠেছে। অপর দিকে উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের তমছের আলীর স্ত্রী চার সন্ত্রানের জননী আনোয়রা বেগম (৫৫) বারান্দার ঘরের ভিতর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ বিষয়ে ধামরাই থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন জানান, বিষয়টি আমদের কেউ জানাননি তাই আমরা লাশ উদ্ধার করতে পারেনি।
FB LIke Bottom
Monday, September 28, 2015
ঢাকার ধামরাইয়ে গোয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমি আক্তারের জুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment