FB LIke Bottom

Tuesday, September 29, 2015

চাঁদের নটরঙ্গ

চাঁদের নটরঙ্গ
কামরুল ইসলাম
চন্দ্র ব্যাকুল শোভাময় রাত, তোমার প্রেমলীলা
চোখের উপর পর্দা রেখে গমন, আমার ঘরে ফিরি !
নেই কোন স্থান , উচু নিচু দেয়ালগুলোর বিমর্ষ হর্ষধ্বনি
জীর্ণ রাত, বিশ্বাসভ্রষ্ট কপটে করে ছল, প্রীতিহীনায় বাঁচি,
রাজর্ষিক কথামালায় - চলছি, চরণের কোন পরিহাসে ?
আবছায়ার নিবিড় রোমাঞ্চে শোভিত -ইন্দ্রনীলমণি নটরাজ
নটনন্দিনী চন্দ্রাবলীর তেজবাণে প্রলুব্ধ অভিশাপ-
অসীম সন্ধ্যায় বিস্ময়ের জালে গাজন গান, বাদকের ঢোল
জোছনার ফেনায় কত কোলাহল ! আকাশজুড়ে রাজদন্ড
পুণ্য ভূমিতে অফুরান জল, জীবন ছূঁয়ে যায় নীলজলে |
নীলপদ্মের ভ্রমে শূন্যরূপে নটরাজ, রূদ্ররূপে করে গ্রাস
ভাসা ভাসা মেঘদলের বিচূর্ণ প্রপাতে জোতিষ্করা জ্বলে
আলোর আঘাতে ঝলসে যায় মতর্্যভূমি,ঘাসের মাঠখানি
প্রপাতের বজ্রবাতাসে সমুদ্রেরা জ্বলে ওঠে, অবুঝ রাত
যদি জানতে-রূদ্রের অনলে চাঁদ, অপরূপার নটরঙ্গে |
২৭/৯/১৫

No comments:

Post a Comment