আমি জানি তুমি আমায়
ভালোবাসো না,
কিন্তু তাতে কি ;
আমি তো ভালোবাসি তোমায়।
বাস্তবে নাইবা সাজলে, কল্পনাতে
সাজাবো
তোমায়,
আমার মনের রং-তুলির আচঁড়ে।
আমি জানি তুমি বোঝনি, বোঝতেও
চাওনা আমায়
কিন্তু তাতে কি ; আমিতো বুঝি
তোমায়।
বাস্তবে নাইবা হলে,
কল্পনাতে তুমি আমার।
আমি বাস্তব বুঝি না , বুঝতেও চাইনা
আমি কল্পনাতেই সুখি
আমি পেতেও চাইনা তোমায় ,
বিসর্জনেই আমি চির সুখি।
No comments:
Post a Comment