FB LIke Bottom

Tuesday, September 29, 2015

টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে অভিনন্দন

যুক্তরাজ্যের লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার (শ্যাডো ক্যাবিনেট) সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া উপমন্ত্রী মনোনীত হওয়ায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে বাঙালির নবযাত্রার অগ্রণী নেতা টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি অনন্য এক অর্জন। টিউলিপ বিশ্ব রাজনীতির পরিমণ্ডলে বাঙালির জয়পতাকা ওড়ালেন।
তিনি বলেন, প্রবাসে থেকেও যে জনকল্যাণে কাজ ও যুক্ত হওয়া যায় রাজনীতিতে তার প্রমাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ। এই বয়সেই তার মধ্যে বঙ্গবন্ধুর চারিত্রিক নিষ্ঠার পরিচয় পাওয়া যাচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস টিউলিপ সিদ্দিক কৃতিত্বের সঙ্গে তার নতুন দায়িত্ব পালন করে বিলেতে বাঙালির মুখ আরও উজ্জ্বল করবেন। ব্রিটিশ রাজনীতিতে একটি পাকা আসন তৈরি করতে পারবেন, যা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতেও সুদূরপ্রসারী ও শুভ প্রভাব বিস্তার করবে। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment