FB LIke Bottom

Wednesday, September 30, 2015

ধামরাইয়ে নৌপথে মানব পাচারকারির সক্রিয় নারীসহ ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

ধামরাইয়ে নৌপথে মানব পাচারকারির সক্রিয় নারীসহ ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সুয়াপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার সূয়াপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৮) ও দেলধা গ্রামের লাভলু মিয়ার স্ত্রী নয়ন তারা (৩৫) এলাকায় দীর্ঘদিন ধরে নৌপথে মানব পাচার কাজ করছিলও বলে ধামরাই থানায় অভিযোগ করেন এলাকাবাসী। বুধবার দুপুর ২টার দিকে ধামরাই থানার উপ-পুলিশ পরির্দশক (এস আই ) হায়দার আলী ওই এলাকায় অভিযান চালিয়ে মানব প্রাচারকারির অপরাধে বাবুল মিয়া ও নয়ন তারাকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ধামরাই থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন বলেন,মানব পাচার বিষয়ে যাচাই-বাচাই চলছে।

No comments:

Post a Comment