ঢাকার ধামরাইয়ে শ্রীরামপুর এলাকায় জমি-জমা বিরোধকে কেন্দ্র করে এক গ্রাম্য শালিসে বসেন স্থানীয় মাতাব্বরা। ওই শালিসে হামলা চালিয়েছে সন্ত্রাসী বাহিনী এমন অভিযোগ পাওয়া গেছে। এ সময় ব্যাপক ভাংচুর লুটপাট করেছে হামলাকারিরা। এ বিষয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গভীর রাতে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাসান আলীর দু’ ছেলে আনোয়ার হোসেন সুবহান ও মোঃ বোরহান হোসেন সৌদি আরবে থাকেন। ওই দু’ভাই শ্রীরামপুর গ্রামের সাড়ে ৫ শতাংশ জমি তাদের মা আনোয়ারা বেগমের নামে ক্রয় করে। ওই জমি ক্রয় করে বাড়ীতে দু’ ভাইয়ের জন্য দু’টি ঘর ও মা বাবার জন্য একটি সুন্দর ঘর দেন। সুখের সংসার চলছে তাদের। হাসান আলীর হাসনা বেগম নামের একটি মেয়ে রয়েছে। তাকে একই এলাকায় নাসির হোসেন কাছে বিয়ে দেয়। হাসান আলীর ওই দু’ছেলে মার নামে দেওয়া সাড়ে ৫ শতাংশ মা আনোয়ারা বেগম দু’ছেলে সুবহান ও বোরহানকে বঞ্চিত করে তার মেয়ে হাসনা বেগমের নামে দলিল করে দেন। জমি পাওয়ার পরেই মেয়ে হাসনা বেগম ওই জমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দখল করার জন্য চেষ্টা করে। এ ঘটনায় এলাকার মাতাব্বরা মিমাংশ করার জন্য গত মঙ্গলবার রাত ১০টার দিকে হাসান আলীর বাড়ীতে বসেন। এ সময় হাসনা বেগমের স্বামী নাসির হোসেন ও ছেলে হুমায়নসহ ১০-১৫ জনের সন্ত্রাসী বাহিনী মাতাব্বরদের উপর হামলা চালায়। এতে মাতাব্বরা মার খাওয়ার ভয়ে ওই বাড়ী ছেড়ে পালিয়ে যায়। এ সময় ওই সন্ত্রাসী বাহিনী আনোয়ার হোসেন সুবহান ও বোরহানের বাড়ী ঘরের ভিতর ছুকেস,আলমারী,টিভিসহ বিভিন্ন আসবার পত্র ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় ওই রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন ধামরাই থানা পুলিশ। এ বিষয়ে আনোয়ার হোসেন স্ত্রী ছফুরা আক্তার ও বোরহান হোসেনের স্ত্রী লায়লা আক্তার জানান,মাতাব্বরদের উপর হামলা চালায় নাসির হোসেন ও তার ছেলে হুমায়ুনসহ সন্ত্রাসী বাহিনী।এ বিষয়ে শ্রীরামপুর মাতাব্বর হেলাল হাজীসহ প্রায় ২০-২৫ মাতাব্বর জানান,নাসির হোসেন ও তার ছেলে হুমায়ুন সন্ত্রাসী বাহিনী নিয়ে মাতাব্বরদের উপর হামলা চালায়। এ ব্যাপারে ধামরাই থানার সেকেন্ড অফিসার এস আই আলমগীর হোসেন বলেন,বিষয়টি তদন্ত করে দেখতেছি।
FB LIke Bottom
Wednesday, September 30, 2015
গ্রাম্য শালিসে বসেন স্থানীয় মাতাব্বরা। ওই শালিসে হামলা চালিয়েছে সন্ত্রাসী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment