FB LIke Bottom

Tuesday, September 29, 2015

চ্যাম্পিয়ন সেতো অনেকের মধ্যে সেরা।

চ্যাম্পিয়ন সেতো অনেকের মধ্যে সেরা। আর চ্যাম্পিয়ন অব দ্য আর্থ, ধরিত্রীর সেরা। ধরিত্রী মাতার জন্য কাজ করে, ধরিত্রীকে সুন্দর রাখতে নিজেকে নিয়োজিত করে এই অভিধা জয় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি দেশ যখন জলবায়ূ পরিবর্তনের জন্য সামান্যতম দায়ী না হয়েও তার সবচেয়ে বড় হুমকির মুখে দাঁড়িয়ে; যখন বিশ্বের বড় বড় দেশ তাদের উন্নয়নের বিনিময়ে ধরিত্রীকে এই মহাহুমকির মুখে ঠেলে দিচ্ছে; তখন কাউকে দোষারোপ করে নয়, বরং উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণকেই সবচেয়ে বড় কাজ হিসেবে দেখছেন দেশটির প্রধানমন্ত্রী। বিশ্বের কাছে সেটা বিষ্ময়ের, সেটাই প্রশংসার।

No comments:

Post a Comment