চলচ্চিত্র নায়িকা ময়ূরীর স্বামী ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলন হৃদরোগে আক্রান্ত হয়ে গত কাল ২৭ই সেপ্টেম্বর (রোববার) বিকালে ঢাকা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, রেজাউল করিম খান মিলন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বছর খানেক তিনি পরিষদে অফিস করলেও তারপর থেকেই তিনি বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন। মিলন খানের দুইজন স্ত্রী
থাকা সত্তেও তৃতীয় স্ত্রী হিসেবে চলচ্চিত নায়িকা ময়ূরীকে বিয়ে করেন। পরে তাকে সঙ্গে নিয়ে ২০০৯ সালে বিএনপির ব্যানারে নির্বাচন করে ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মিলন খান। এদিকে নির্বাচিত হওয়ার মাস তিনেক পরেই বিএনপি ছেড়ে সরকার দলীয় এমপি খন্দকার আসাদুজ্জামানের হাতে সোনার নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দান করে দলীয় কার্যক্রম চালিয়ে যান তিনি। তারপর থেকে মিলন বছর খানেক পরেই বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্র মতে, মিলন খানের বিরুদ্ধে একের পর এক মামলা হওয়ায় পর তার থেকে দূরে সরে যান স্ত্রী ময়ূরী। তারা পরষ্পর আলাদা থাকলেও তালাক হয়নি বলে সূত্র জানায়। তবে অপর সূত্র জানায়, কিছুদিন আগে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। সবক’টি মামলার জামিন নিয়ে সম্প্রতি মিলন খান তার বাড়িতেই বসবাস করছিলেন। গত রোববার হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ভূঞাপুর উপজেলার রাউতবাড়ি ঈদ গাঁ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
FB LIke Bottom
Monday, September 28, 2015
চলচ্চিত্র নায়িকা ময়ূরীর স্বামী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment