জাপান পৃথিবীর অন্যতম উন্নত এবং ধনী রাষ্ট্র । সেই
মস্কো থেকে প্রায় সাড়ে চার হাজার মাইল দূরে অথচ
জাপান থেকে মাত্র ৭ মাইলের মাথায় অবস্থিত দ্বীপ
গুলুকে জাপান এখনো তাদের মালিকানা দাবী করে ।
গত ৭০ বছর ধরে রাশিয়ার সাথে অনবরত দেন দরবার করেও
পৃথিবী বিখ্যাত জাপান এক হাত জায়গা আজ পর্জন্ত
তাদের দখলে নিতে পারেনি । যখনই চেস্টা করেছে,
রাশিয়ান যুদ্ধ বিমান তাদের আকাশ সীমায় এসে পেশী
শক্তি দেখিয়েছে, দুএকবার গুলিও ছুড়েছে ।
জাপানের প্রযুক্তিবিদ্যা আর ধনদৌলতের কাছে
বাংলাদেশ কিছুই না, স্মল ফ্রাই । অথচ এই বাংলাদেশ
পৃথিবীর চার নম্বর পরাশক্তির কাছ থেকে প্রায় ২০০
নটিক্যাল মাইল সমুদ্র দখল করে নিয়ে এসেছে । ৬৮
বছরের ঝামেলা ছিটমহল বিনিময় করে পাশ্ববর্তি
দেশের হাজার হাজার একর ভুমি নিজের দখলে এনেছে ।
অন্যপাশের আরেক মিলিটারি শক্তি মায়ানমারের
কাছে থেকেও হাজার মাইলের সমুদ্র সীমা নিজের
দখলে নিয়ে ৪৩ বছর আগে স্বাধীন হওয়া একটি দেশের
মানচিত্র পুরাই বদলে দিয়েছে ।
তার জন্য কোথাও একটি গুলি ছুড়তে হয়নি, কারো সাথে
ঝগড়া করতে হয়নি, সামান্যতম কূটনৈতিক শিষ্টাচারও
লঙ্ঘিত হয়নি ।
সবই সম্ভব হয়েছে দক্ষ নেত্রিত্বের গুনে,
রাষ্ট্রনায়কোচিত সিধান্তের কারনে । গত পঞ্ছাশ
বছরের ইতিহাসে পৃথিবীতে আর কোন রাষ্ট্রনায়ক নেই
যিনি তার দেশের মানচিত্র বদলে দিতে পেরেছেন ।
একমাত্র শেখ হাসিনা ছাড়া !
শেখ হাসিনাই আমাদের চ্যাম্পিয়ন অফ দি আর্থ ।
একমাত্র শেখ হাসিনাই পিছিয়ে পড়া এ ভূখণ্ডের
উন্নতির সোপান । বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনাই এ
দেশের সবেচেয়ে সফল রাষ্ট্রনায়ক ।
FB LIke Bottom
Tuesday, September 29, 2015
শেখ হাসিনাই আমাদের চ্যাম্পিয়ন অফ দি আর্থ ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment