FB LIke Bottom

Wednesday, September 30, 2015

রোয়াইল ইউনিয়ন যুবলীগ নেতার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন যুবলীগ নেতার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

জাতীয় পার্টি নিউজ রিপোর্ট »শীর্ষ সংবাদ


ধামরাই প্রতিনিধি # ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল মজিদ এর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী , গৃহবধু ঘরছাড়া । গত ১৮ সেপ্টে¤^র মজিদ তার বাহিনী ও অস্ত্রপাতি নিয়ে হামলা চালায় খড়ারচর গ্রামের অসহায় আফজালের স্ত্রী জরনা বেগমের বাড়িতে। জরনা বেগম ঘরের দরজা বন্ধ করে কোন রকম প্রানে রক্ষা পায় । ঘর থেকে বের হলেই তাকে প্রানে মেরে ফেল্রা জন্য অবস্থান করে তার বাড়ি পাশে । পরে ধামরাই থানার এসআই জীবন চন্দ্র বর্মন গিয়ে তাদের দু’পক্ষকেই মারারি না করার জন্য বলেন। এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়, নামধারী অশিক্ষিত রাখাল নেতাদের অত্যাচারে প্রকৃত আওয়ামীলীগ নেতারা কোনঠাসা বলে জানালেন, আওয়ামীলীগের প্রবীণ নেতরা। প্রবীণ নেতরা আরো জানান, এমন কোন কাজ নেই যা এই নেতারা করে না, থানার দালালী, ভুমি অফিসের দালালী, জোর করে ভুমি দখল, অকারনে মামলার ভয়, মাদকের ব্যবসা । গড়েছেন টাকার পাহাড়, অট্টালিকা, বিশাল ব্যাংক ব্যালেন্স। এলাকার রয়েছে তার নিজ ভাড়াটে বাহিনী। কথা বললেই শুরু করে শারিরীক নির্যাতন। থানার কিছু অসাধু পুলিশ কর্মকর্তার সাথে রয়েছে তার গভীর সম্পর্ক , ফাঁসিয়ে দেয় পেন্ডিং মামলায় ও ভয় দেখায় পুলিশের হাজতখানার। ফলে তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। এলাকার মূল ধারার আওয়ামীলীগ রাজনীতিবিদরা কেউ তাকে পছন্দ করে না। সম্প্রতি তার সন্ত্রাসী কার্যক্রম ব্যাপক হারে বেড়ে গেছে। তার সন্ত্রাসী কর্মকান্ড থেকে কেউ রেহাই পায়নি। গত২৬ জুলাই/১৫ রোজ শনিবার সিংগাইর থানায় ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন আব্দুল মজিদ। অভিজ্ঞমহল ও বর্তমান ক্ষমতাশীল দলের ত্যাগী নেতারা বলেন এসব নেতার কারণে আওয়ামীলীগ সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে । এই রকম হাইব্রীড নেতাদের বিরুদ্ধে অতি তাড়াতাড়ি ব্যবস্থা নিবেন বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় নেতারা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

No comments:

Post a Comment