জানুয়ারিতে বিলুপ্ত ছিটমহলে প্রাইমারি স্কুল
বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হওয়া বিলুপ্ত ছিটমহলের শিশুরা নতুন বছরে পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে জানানো হয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয় চালুর জন্য কাজ শুরু হয়েছে। চলতি মাসেই মাঠ পর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে স্থান নির্ধানের কাজ শেষ করা হচ্ছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, “এই ছিটমহলগুলো ভারতের মধ্যে অবস্থান করলেও এতদিন সেখানকার ছেলেমেয়েরা বাংলাদেশের স্কুলেই লেখাপড়া করত। ১৫টির মত স্কুল জানুয়ারিতেই চালুর চেষ্টা চলছে। ইতোমধ্যেই জরিপ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।”
এদিকে স্থান নির্ধারনের জন্য স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
FB LIke Bottom
Tuesday, September 29, 2015
জানুয়ারিতে বিলুপ্ত ছিটমহলে প্রাইমারি স্কুল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment