ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন খড়ারচরের লিগের নেতার দাপটে জনজীবন অতিষ্ট
# ধামরাই প্রতিনিধি # ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল লিগের নেতা এর অত্যাচারে জনজীবন অতিষ্ট। মজিদ একজন গ্রামের নিকৃষ্ট ও চরিত্রহীন ব্যাক্তি। সে একজন অসাধু ব্যক্তি।সে অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি দেয়।এমন কোন কাজ নাই সে করে না।সে এসব করার সুযোগ পায় গ্রামের কিছু অদক্ষ নামধারী নেতাদের কারনে। নামধারী অশিক্ষিত এই মজিদ এর মতো নেতাদের কারনে অত্যাচারে প্রকৃত আওয়ামীলীগ নেতারা কোনঠাসা হয়ে পড়েছেন।গ্রামের প্রবীন নেতারা জানান এমন কোন কাজ নেই যে তারা করে না।থানার দালালি,ভুম অফিসের দালালি,জোর করে ভুমি দখল,অকারনে মামলার ভয়,অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করেন,গ্রামের অসহায় মানুষের গাড়ি পোড়ায় যদি তারা তাকে টাকা পয়সা না দিতে চায়।গড়েছেন টাকার পাহাড়,অট্টালিকা ও বিশাল ব্যাংক ব্যালেন্স।এই টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে তারা নানাভাবে মানুষকে হয়রানি করে।মানুষ এসব না পারে কইতে না পারে সইতে।এলাকার মুলধারার আওয়ামীলীগ রাজনীতি বিদরা কেউ তাদের পছন্দ করে না।বর্তমানে তার সন্ত্রাসি কার্যক্রম ব্যাপক হারে বেরে গেছে।মজিদ ও খারাপ নেতাদের সন্ত্রাসি কর্মকান্ড থেকে কেউ রেহাই পাইনি।এসব দুশ্চরিত্র নেতাদের কারনে আওয়ামীলীগ সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। শুধু মজিদ ই নয় তার সাথে জড়িত তার ভাইয়েরা ও অপকর্ম করতে গিয়ে ধরা খাই।সম্প্রীত কিছুদিন আগে তার ভাইয়েরা অস্ত্রসস্ত্র নিয়ে জায়গা দখল করে।মজিদ ও তার সঙ্গীদের সাথে হাইব্রিড নেতার অফিসে গিয়ে অপকর্মে লিপ্ত থাকে।গ্রামের মানুষ উপরের কর্মকর্তাদের কাছে তাদের নামে নালিশ করলে তারা মোটা অংকের টাকা খাইয়ে তাদের মুখ বন্ধ করে দেয়।এই রকম অসাধু,দুশ্চরিত্রহীন নেতাদের বিরুদ্ধে অতি তাড়াতাড়ি ব্যাবস্থা নিবেন বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় নেতারা।
No comments:
Post a Comment