পসারের সাজে
কামরুল ইসলাম
এবার ভাবছি - তোমার সাথে কাটাকাটি করবো....
করবোই তো - ঐ যে সীমানা প্রাচীর,
চড়ুই বসেছিল কাটাতারে,
মনভোলা কত কাকের আওয়াজ শুনি, সেই প্রাচীর;
নিমডাল পড়ে আছে তার উপর|
চন্দ্রাবলী - তোমার ভেতর এত কাটাতার,
যতটাই টানি, ততটাই বের হয় , কাটাকাটি চলবেই,
সীমানার ওপাশে বসে আছো কোন চন্দ্রাবলী, এতো ছলে
কার মায়াবলে, কোন জলের অশনি বাহনে ?
আমি সীমানার ভেতর অসীমের খোঁজ পাই,
শুনতে পাই প্রেমাবলী, কতকালের উপাখ্যান,
সহস্র বছর ধরে মথুরার বনমালী হয়ে,
কোন কপটে এতো প্রেমাবলী, ওই চন্দ্রাবলীর |
তবু রসতৃষায় কাটাকাটি চলবেই, এ কোন সুধায়
কতকাল পরে পসার সাজিয়ে আমায় কাটে !
FB LIke Bottom
Wednesday, September 30, 2015
পসারের সাজে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment