রিমান্ডে সন্দ্বীপের আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারকৃত শিবির নেতা
-----------------------------------
চট্টগ্রামের সন্দ্বীপে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারকৃত শিবির নেতা ও তাঁর দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।
মঙ্গলবার সকালে শুনানি শেষে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. বেলাল উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।গ্রেপ্তারকৃতরা হলেন-পৌর শিবির সাংগঠনিক সম্পাদক শাহেদ উল্লাহ ও তাঁর দুই সহযোগী মানিক মিয়া ও নীরব মিয়া।
এ ব্যাপারে সন্দ্বীপ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সাইফুদ্দিন জানান, মঙ্গলবার সকালে পুলিশ গ্রেপ্তারকৃত ওই তিনজনকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদের প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, সম্প্রতি সন্দ্বীপে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা ও পশুর হাটে গুলি করে দুজনকে হত্যার ঘটনার পর গতকাল সোমবার সন্দ্বীপের হারামিয়া এলাকায় র্যাব অভিযান চালিয়ে ২৩টি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। সে সময় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি একে ২২, দুটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শ্যুটারগান, নয়টি সিঙ্গেল ব্যারেল রাইফেল ও পাঁচটি পাইপগান পাওয়া যায়।
FB LIke Bottom
Wednesday, September 30, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment