FB LIke Bottom

Thursday, November 12, 2015

নাবালিকা ঐশীকে দুইবার মৃত্যুদন্ডে দন্ডিত করে আদালতের রায়ে আমি শোকাহত মর্মাহত হতাশ!!

নাবালিকা ঐশীকে দুইবার মৃত্যুদন্ডে দন্ডিত করে আদালতের রায়ে আমি শোকাহত মর্মাহত হতাশ!!
**********************************************************
মাননীয় আদালতের কাছে বিনীত জিজ্ঞাসা ঘটনার সময় ঐশী নাবালিকা ও মাদকাশক্ত ছিল।ঐ সময়ে দুইজন বয়স্ক মানুষকে ঐশী রহমান একা হত্যা করেছে এটা অবিশ্বাস্য একটি নাটক নয়কি? ঐশীকে ফাঁসী আর তার বন্ধুকে কারাবন্দী সময়কে কারাদন্ডের অংশ বিবেচনা করে মধুময়শাস্তি হিসাবে মুক্তির নির্দেশ কি বিচারিক ক্ষমতার অপব্যবহার নয়?
১৮৮৬ সালের প্যানেল কোডে ঐশীর ফাঁসী!!
ঐশীর বাবা বিয়ে করেছেন ১৯৯৪ সালে ঐশীর আইনজীবির দাবি ঐশীর জন্ম ১৯৯৬ সালে হত্যাকান্ডের ঘটনার সময় ঐশী একজন নাবালিকা ।
আজ বিজ্ঞ আদালতের অনভিজ্ঞ রায়ে ঐশী রহমানকে ফাঁসীর আদেশ দিয়েছেন।
মা ও বাবাকে হত্যার অভিযোগে এই আদেশ দেন আদালত।অপরাধের বিচার হবে এটা সবারই কাম্য। উচ্চাদালতে এবিচার সঠিক পথটি ও ন্যায় বিচার প্রত্যাশা রইলো আমাদর।

No comments:

Post a Comment