ছেলে টি বড্ড বেশি ভালোবাস তো
মেয়ে টি কে।তাদের ভালোবাসা টি
ছিল খুবই পবিত্র।একে একে দিন যেতে
থাকে তাদের ভালোবাসার।মেয়ে টি ও
খুব গুছিয়ে নেয় তাদের ভালোবাসার
দিন গুলোকে। কিন্তু ছেলে টি
ইদানিং প্রায় মন খারাপ করে
থাকে।কি যেন লুকিয়ে রাখতে চায়
মেয়ে টার কাছ থেকে।মেয়ে টি ও
বুঝতে পারত যে ছেলে টি তার কাছ
থেকে কিছু লুকাচ্ছে।
এক দিন তারা দু'জনেই কোন এক টি
পার্কে বসে কথা বলছিল।এমন সময়
ছেলে টি বলে উঠল।
--আচ্ছা তুমি আমাকে ভালোবাসো?
--:খুব ভালোবাসি
কিন্তু আমার মনে হয় না
--:কেন?
--আচ্ছা ঠিক আছে তাহলে এক টি
পরীক্ষা হয়ে যাক দেখি তুমি
আমাকে কতটা ভালোবাসো!!
--:আমি তোমাকে পাবার জন্য
জীবনের সবটুকু চেষ্টা করে যাব বলো
কি করতে হবে আমায়?
-- তুমি আমার সাথে এক টি দিন
সম্পূর্ন ২৪ঘন্টা কোন রকম যোগাযোগ
করতে পারবে না।এমন কি সামান্য
মেসেজও দিতে পারবে না।যদি তুমি
তা পারো তবে আমি বুঝতে পারব যে
তুমি সত্যিই আমাকে খুব ভালোবাসো!
মেয়ে টি ছেলের কথা মেনে নেয়।সে
এক টি দিন সম্পূর্ন ছেলে টার সাথে
কোন রকম যোগাযোগ করলো না। এক
দিন পুরো ২৪ঘন্টা তাদের মধ্যে কোন
মেসেজও হল না।পরের দিন মেয়ে টি
দৌড়ে চলে যায় ছেলে টার বাসায়।
কিন্তু মেয়ে টি তখন আর ছেলে টি কে
দেখতে পেল না।তাকে ফাঁকি দিয়ে
দুর দেশে একাই চলে গেল।মেয়ে টি
যেন বোবা হয়ে গেছে ছেলে টার মৃত্যু
দেখে।
একটু পর ছেলে টার বোন মেয়ে টার
কাছে এক টি চিরকুট নিয়ে এনে তার
হাতে ধরিয়ে দিল।
:আপু ভাইয়া এটা তোমাকে দিতে
বলেছিল!
চিরকুট হাতে নিয়ে খুলে পড়ছিল আর
মেয়ে টার কান্নায় তা ভিজে
যাচ্ছিল।
--জান,
আমি জানি এই পৃথিবীতে আমার
পরিবারের পরে যে আমাকে খুব
ভালোবাসে তা ছিলে শুধুই তুমি।কিন্তু
নিয়তি মনে হয় আমাদের
ভালোবাসা টাকে মেনে নিতে পারেনি তাই আমি তোমাকে এরকম এক টি
পরীক্ষা করেছি।ডাক্তার বলেছেন
আমার ক্যান্সার হয়েছে।আর
বেশিদিন বাঁচবো না।কিন্তু আমি
মরে গেলেও আমাদের ভালোবাসাটা
মরে যাবে না।আমি ওপারে থেকে
তোমার জন্য অপেক্ষা করব।আমাদের
ভালোবাসার ঘড় টা অখানেই হবে।
আমার জন্য তুমি দুঃখ পেওনা।একটু ও
কেঁদো না কারন কাঁদলে তোমাকে
একটুও ভাল লাগে না।আমার জন্য
দোয়া করো জান।।।।
সত্যি যখন ভালোবাসায় ছেলে টি বুঝে
তখন মেয়ে টি বুঝতে চায় না আবার
মেয়ে টি বুঝলে ছেলে টি বুঝতে চায়
না।আর যখন দুজনেই বুঝে তখন পৃথিবী
বাধা হয়ে দাড়ায়।।।
FB LIke Bottom
Sunday, November 8, 2015
ছেলে টি বড্ড বেশি ভালোবাস তো মেয়ে টি কে।তাদের ভালোবাসা টি ছিল খুবই পবিত্র।একে একে দিন যেতে থাকে তাদের ভালোবাসার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment