কাজের সময় মোবাইল নয়: নির্দেশ পুলিশকে
দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করতে বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
তল্লাশি চৌকিতে এক কনস্টেবল এবং এক এএসআই খুনের পর পুলিশে নানা তৎপরতার মধ্যে সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে সর্বোচ্চ পর্যায়ের কয়েক হাজার কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এই নির্দেশনা আসে।
ঢাকা মহানগরে দায়িত্বপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার পদ মর্যাদার এক কর্মকর্তা বলেন, “দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করতে বলা হয়েছে।”
মোবাইল ফোনে কথা বলার কারণে দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটে বলে এই নির্দেশনা এসেছে।
তবে পুলিশ সদস্যরা যে ইউনিটের অধীনে দায়িত্ব পালন করবেন, সেখানে একটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করা যেতে পারে বলে মতামত উঠে আসে ওই সভায়।
ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন,“পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় যেন মোবাইল ফোন ব্যবহার না করেন ওই বিষয়ে আইজিপি মহোদয় নির্দেশনা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, পুলিশ যখন কোথাও দায়িত্ব পালন করবেন, সেখানকার ইউনিট প্রধান প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।”
সম্প্রতি গাবতলীতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাতের পর যে কনস্টেবল ঝুঁকি নিয়ে এক দুর্বৃত্তকে ধরে ফেরেন, সভায় ওই কনস্টেবলকে তিন লাখ টাকা অর্থ পুরস্কার দেন আইজিপি।
ঢাকার দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, পুরস্কারপ্রাপ্ত ওই কনস্টেবল হলেন শাহিদুর ইসলাম। তিনি পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে দায়িত্বপ্রাপ্ত হলেও ওইদিন দারুস সালাম থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
আশুলিয়ায় তল্লাশি চৌকিতে আক্রান্ত দুই সহকর্মীকে ফেলে তিন পুলিশ সদস্যের পালিয়ে যাওয়ার বিষয়টিও ওঠে মতবিনিময় সভায়।
এক কর্মকর্তা বলেন, “ওই তিন পুলিশ সদস্য কোন পরিস্থিতি বিবেচনা করে পালানোর চেষ্টা করেছিল বা তাদের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্ব পালনের আগে ব্রিফ করেছিলেন কি না, তা নিয়ে আলোচনা হয়।”
সভায় মাঠ পর্যায়ে কর্মকর্তারা দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হন কি না, তা জানতে চান পুলিশপ্রধান।
এক কনস্টেবল দীর্ঘ কর্মঘণ্টার বিষয়টি তোলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান।
“অনেক সময়ই পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের ১২ থেকে ১৪ ঘণ্টা ডিউটি করতে হয়। ওই কনস্টেবল বলেন, ডিউটিকে ৮ ঘণ্টায় ভাগ করে তিন শিফট করলে দায়িত্ব পালন অনেকটাই স্বচ্ছন্দ্য হয়।”
FB LIke Bottom
Tuesday, November 10, 2015
দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করতে বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment