জীবনের স্বার্থকতা কোথায়.........?
সুখ দু:খ হাসি কান্না মিলিয়ে
এর নামই তো জীবন,
তবুও জীবন কে আর একটু
ভালো করে চিনতে চাই বুঝতে চাই,
জীবন তুমি কি ?
কি তোমার পরিচয়..........?
তুমি কি নীল খামে জড়ানো একটি চিঠি
যেখানে লেখা আছে বেদনার
প্রতিটি মুহুর্ত,
নাকি সাঁঝের বেলায় রঙধনুর রঙে
আঁকা ভালোবাসার সাত রঙ,
তুমি কি সেই বিশাল সমুদ্রের ঢেউয়ের মতো
হিংস্র বার বার আঘাতে রক্তাক্ত করো
আমার হৃদয়টাকে,
নাকি তুমি সেই কাঁটা ভরা অমসৃন
পথে হেঁটে যাওয়া কোন পথিক,
তবুও জীবন কে আর একটু
ভালো করে চিনতে চাই বুঝতে চাই,
জীবন তুমি কি ?
কি তোমার পরিচয়..........?
তুমি কি সেই সেতারায় বাজানো
কোন অচেনা সুর যা শুনতেই
মনে পড়ে পুরোনো স্মৃতি,
নাকি এক টুকরো রুপালী চাঁদ
যার জোছনায় ভরিয়ে দিতে আমার অঙ্গ,
স্মৃতি গুলো শুধুই পুড়ে চলেছে
রাতের পর রাত,
বাহিরে অন্তরে ঝড় বয়ে
যাচ্ছে এলোমেলো,
কবিতার শব্দ গুলো বর্নহীন ছন্দহীন সাদাকালো
এর নাম কি জীবন ?
তবুও জীবন কে আর একটু
ভালো করে চিনতে চাই বুঝতে চাই,
জীবন তুমি কি ?
কি তোমার পরিচয় ?
এভাবে আর কতোটা পথ পাড়ি
দিলে জীবনে আসবে স্বার্থকতা......
FB LIke Bottom
Monday, November 30, 2015
জীবনের স্বার্থকতা কোথায়.........? সুখ দু:খ হাসি কান্না মিলিয়ে এর নামই তো জীবন,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment