FB LIke Bottom

Friday, November 20, 2015

দেশে ফিরছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের সন্তান সোহেল তাজ।

দেশে ফিরছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের সন্তান সোহেল তাজ।
তিনি বাংলাদেশ সরকারের স্বরাস্ট্রপ্রতিমন্ত্রী হবার পর জনগন ভেবেছিল তাজউদ্দীন পরিবারের সন্তান দেশকে সন্ত্রাসমুক্ত করতে পারবেন,সে পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি,আপোষহীন মন্ত্রী হিসেবে অল্পদিনের মধ্যে নিজেকে প্রমাণ দিয়েছিলেন।কিন্তু এক রহস্যজনক কারনে তাকে পদত্যাগ করতে হয়েছে।দেশের মানুষ সঠিক তথ্য জানেনা বলে সবাই দোষ দিয়েছিলেন সোহেল তাজকে।মিড়িয়ার সন্মানিত সাংবাদিক বলেছিলেন, সোহেল তাজ পদত্যাগের নামে নাটক করছেন।কিন্তু আসলে কি তিনি নাটক করেছিলেন?
থাক সে সব পুরানো কথা,কথার পিছনে কথা থাকে, ঘটনার পিছনে ঘটনা,সে সকল পুরানো কথা বলে লাভ নাই।
নতুন করে নতুন দিনের স্বপ্ন দেখছি আমরা। গত কিছুদিন ধরে শোনা যাচ্ছিলো সোহেল তাজ দেশে ফিরবেন, নেত্রীর সাথে শক্ত হাতে ধরবেন তার বাবার আদর্শে গড়া নৌকার হাল।
হ্যাঁ সোহেল তাজ দেশে ফিরছেন।
গত ১৬ নভেম্বর ২০১৫ ভোর ৩:৪০ মিনিটে দেশে ফিরছেন তানজিম আহমেদ সোহেল তাজ।আগের মত আবার দলের পক্ষে রাজনীতিতে সক্রিয় হবেন তিনি।এই আপোষহীন নেতার জন্য শুভ কামনা রইলো।

No comments:

Post a Comment