FB LIke Bottom

Sunday, July 17, 2016

সন্ধ্যার আকাশে যদি দেখো- তীব্র মেঘের ডাকাডাকি চমক বিদ্যুতে- তুমি ভয় পেওনা আমি থাকবো সেথায়- দেখো তুমি আকাশ পানে চেয়ে,

সন্ধ্যার আকাশে যদি দেখো-
তীব্র মেঘের ডাকাডাকি চমক বিদ্যুতে-
তুমি ভয় পেওনা আমি থাকবো সেথায়-
দেখো তুমি আকাশ পানে চেয়ে,
জানালা গুলো ভুল করেও দিওনা বন্ধ করে।
যদি রিমঝিম ছন্দ তোলা শব্দ শোনো রাতে-
আমার কথা মনে করে-
বিষণ্ণতায় হৃদয় ভেঙে কষ্ট নেমে আসে,
তুমি বাতায়ন খুলে দাড়িয়ে থেকো তবে-
আমি হিমেল হাওয়ার শীতলায়-
দেবো তোমায় ছুঁয়ে,
হাত বাড়িয়ে একটু খানি বৃষ্টি দেখো ছুঁয়ে-
কেমন করে আমায় ছোঁয়ার-
অনুভবে তোমার হৃদয় শীতল হবে,
আবার বাইরে এসে বন্ধ চোখে -
যদি বৃষ্টির পানি নাও শরীরে মেখে,
দেখবে সকল ক্লান্তি টুকু নেই -
হওয়ায় মিলিয়ে যাবে।
আমি থাকবো ওই আকাশে আর-
দৃষ্টি তোমার দিকে,
বৃষ্টির প্রতি কণায় কণায় তোমার জন্য -
থাকবো আমি মিশে,
তুমিই পাবে আমায় সারা জীবন-
শুধু বৃষ্টির ছোঁয়ার মাঝে,
ওই আকাশের মেঘের ভাঁজে-
থাকবো লুকিয়ে তোমার পথ চেয়ে।
বর্ষার জ্বলের বিন্দু কণায় পড়বো ঝরে ঝরে-
শুধু তোমার একটু ছোঁয়ার লোভে,
থাকবো আমি অপেক্ষাতে-
বছর ঘুরে কখন আবার বর্ষার দিন আসে,
আমি থাকবো মিশে বর্ষায় সাথে-
অনন্ত কাল ধরে।

No comments:

Post a Comment