FB LIke Bottom

Sunday, July 10, 2016

দালাল এবং সাঙ্গপাঙ্গঃ সামাজিক এক জন দালাল কে কেন্দ্র করে গড়ে উঠে দালাল চক্র।

দালাল এবং সাঙ্গপাঙ্গঃ
সামাজিক এক জন দালাল কে কেন্দ্র করে গড়ে উঠে দালাল চক্র।সামাজিক ব্যবস্থায় নিন্ম স্তরের এসব কাপুরুষরা মূল দালালের এজেন্ট হিসেবে সংগ্রহ করে ধান্দার ইস্যু।মূল দালালের উপস্থিতিতে যা লাভ হয় তা হতে কমিশন বানিজ্য করে এজেন্টরা।ফলে সামাজিক বিচার ব্যবস্থা ভেঙে পরেছে।সামাজিক ভারসাম্য রক্ষায় এই বিচার ব্যবস্থা একটা সময় প্রচন্ড ভাবেই কার্যকর ছিল কিন্তু এখন এই বিচার ব্যবস্থা একটি পেশায় রুপান্তরিত হইছে।বিচারের আগেই নির্ধারন হয়ে যায় কে জিতবে/হারবে।তাইতো সমাজের নিম্ন স্তরের মানুষের যৌক্তিক দাবীও আজ টিকছেনা কারন তারা অর্থনৈতিক ভাবে অসচ্ছল।আমরা যারা প্রবাসী,সমাজের সাথে আমাদের বড় একটা গ্যাপ।নতুন প্রজন্ম আমাদের খারাপ দিকটা জানবেনা সেটাই স্বাভাবিক।২/৩ বছর পর পর দেশে যাবো,সবার সাথে হাসি মুখে মিশবো,সবাই চিন্তা করবে আমি আসলে কত ভালমানুষ কিন্তু যখন দেশে যাবো,সামাজিক বিচার ব্যবস্থার সাথে মিশবো তখনই কেবল সবাই বুজতে পারবে আসলে আমি কত ভাল/খারাপ।
আমি আমার ব্যক্তি জীবনে কিছু মানুষকে অত্যন্ত শ্রোদ্ধা এবং ভালবাসতাম।যাদেরকে অনুসরন করার চেষ্টাটাও ছিল মন থেকেই কিন্তু তাদের বিষয়ে এখন যদি কারো কাছে জিজ্ঞেস করি তাহলে বলে সেও এখন দালালী করে,ফিটিং খায়।এমন সংবাদে আশাহত হই।চিন্তা করি এমন মানুষ গুলা যদি দালালী করে তাহলে সমাজের প্রান্তিক মানুষ গুলা ন্যায় বিচার পাবে কোথায়?আমরা নিজ হাতেই ভাঙছি সামাজিক বিচার ব্যবস্থা।
তাই নিরেট চোখ নিয়ে তাকিয়ে থাকি যুব সমাজের দিকে।যুব সমাজের উচিত,সামাজিক বিচার ব্যবস্থায় নিজেদের অংশ গ্রহন বাড়ানো এবং দুর্বলের জন্য ন্যায্যতা আদায়ে কাজ করা,প্রয়োজনে প্রতিবাদ করা কারন দালাল শ্রেনীর শোষনে প্রান্তিক শ্রেনী অনেকটাই অসহায়।

No comments:

Post a Comment