সময়ের কণ্ঠস্বর ডেস্ক – যশোরে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে শহরের উকিলবার এলাকার বহুল আলোচিত ‘ হোটেল সুপারস্টার’ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-খাজুরা বাজার তৈলিধান্য পুড়া আওয়ামলীগে নেতা মোঃ- জিয়াউর রহমান (জয়) এর ছোট বোন সাদিয়া পারভীন (শস্পা)- ২২
গৌরনগর,বাঘারপাড়া যশোর। মাগুরা সদর উপজেলার সীমাখালি গ্রামের শহিদ উদ্দিনের মেয়ে তিশা (১৯), মাগুরার শালিখা থানার কৃষ্ণপুর গ্রামের শামছুর রহমানের মেয়ে রত্মা (২০), যশোর শহরের রিয়াজ উদ্দিনের মেয়ে তিথিলা আহম্মেদ (১৯), ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে তায়েবা (১৮), অভয়নগরের মাগুরা গ্রামের মাসুদ রানার স্ত্রী মনোয়ারা বেগম (২০), শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের আজগর আলীর স্ত্রী জাহানারা (২২) ও নড়াইল সদর উপজেলার শরপোড়া গ্রামের মান্নান গাজীর মেয়ে রাবেয়া (১৮)।
এছাড়া সাত জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বিকেলে সুপারস্টার হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করা হয়।
FB LIke Bottom
Thursday, July 14, 2016
সময়ের কণ্ঠস্বর ডেস্ক – যশোরে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment