FB LIke Bottom

Sunday, July 10, 2016

গণতন্ত্র মানে যদি হয় যুদ্ধাপরাধীদের সাথে বৈঠক ,প্রয়োজন নেই সেই গণতন্ত্রের। গণতন্ত্র মানে যদি হয় সন্ত্রাসী ও বোমাবাজদের সাথে আপোষ, প্রয়োজন নেই আমাদের সেই গণতন্ত্রের।

গণতন্ত্র মানে যদি হয় যুদ্ধাপরাধীদের সাথে বৈঠক ,প্রয়োজন নেই সেই গণতন্ত্রের।
গণতন্ত্র মানে যদি হয় সন্ত্রাসী ও বোমাবাজদের সাথে আপোষ, প্রয়োজন নেই আমাদের সেই গণতন্ত্রের।
গণতন্ত্রের চাইতে বেশি মুল্যবান আমার মায়ের সন্মান।আর আমার মায়ের প্রতিরুপ হচ্ছে আমার দেশ ,আমার সোনার বাংলাদেশ।যে গণতন্ত্র আমার মায়ের অবমাননা করে, প্রয়োজন নেই সেই গণতন্ত্রের।
ইস্পাত দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যান।প্রকৃত যোদ্ধাদের পাশেই পাবেন আজিবন।
জননেত্রী শেখ হাসিনা যখন দেশে প্রত্যাবর্তন করলেন, তখন লক্ষ লক্ষ মানুষ একটি শ্লোগান দিয়েছিল, ‘শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখ ভাই’। শ্লোগানটিকে তখন আমরা শুধুই একটি শ্লোগান মনে করেছিলাম৷ কিন্তু তখন আমরা বুঝতে পারিনি, একটি নাম যখন একটি চেতনায় পরিনত হয় - তখন সেই নামটিকে বাচিয়ে রাখতে মানুষ হাসতে হাসতে জীবন দিতে পারে ৷ যার প্রমান ২১শে আগস্ট৷
২১শে আগস্ট যখন গ্রেনেড হামলা করা হয়, তখন স্টেইজে তাকে ঘিরে কয়েক স্তর মানব দেয়াল তৈরী করা হয়। দেয়াল তৈরী করতে যে ইটগুলা ব্যবহার করা হয়েছিল, সেই ইটগুলিই সেইদিনের শ্লোগান দেওয়া ‘আমরা আছি লক্ষ ভাইয়ের দল’৷ গ্রেনেড মারা যখন বন্ধ হলো, তারপরই শুরু হলো অবিরাম গুলি বর্ষণ৷ মানব দেয়াল ভাঙ্গতে শুরু করলো, ইট খসে পড়ার মতো লুটিয়ে পড়তে লাগলো মানব বন্ধনের একেকজন। সাথে সাথেই আরেকজন সেই শূন্যস্থান পূরণ করতে দাঁড়িয়ে গেল ৷ এভাবেই বিমান বন্দরে দেয়া কথা -"শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখ ভাই" নিজের জীবনের বিনিময়ে রাখতে চেষ্টা করলেন জননেত্রী শেখ হাসিনার জিবন।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

No comments:

Post a Comment