বেপরোয়া সুরভি-৭ কেড়ে নিল ৫ জন মানুষের প্রাণ ও আহত করেছে ২০ জনের বেশি।
ঈদের আনন্দ নষ্ট করে দিল ২৫ পরিবারের।
প্রথম ছবিতে দেখুন ছবিটা দুর্ঘটনা ঘটিয়ে যখন ফিরছিল তখনও সুরভি-৭ এর মাতাল মাষ্টারে বেপরোয়া গতিতে চালাচ্ছিল।
কি রকম মাষ্টার ৫ জন মানুষকে নিহত করেও তার মধ্যে কোনো হুশ নেই ; স্টিমারের ৫ জনকে মেরেও ট্রিপ দেয়ার জন্য সাথে সাথে ঘটনাস্থল ত্যাগ করে।
শত বছরের ঐতিহ্যবাহী প্যাডেল পিএস মাহসুদ কে পুরো দুমড়ে মুচড়ে দিয়েছে....
নিহত ৫ জনের পরিবারের জীবনের দাম কি সুরভি-৭ এর
মাতাল মাষ্টার দিতে পারবে?
কারো জীবনের মূল্য কি আদৌ টাকা দিয়ে বা ক্ষতিপূরণ দিয়ে মেটানো সম্ভব?
নিহত ৫ জন আমাদের ই কারো ভাই, কারো বোন, কারো বাবা, কারো ছেলে ; ৫ জনের পরিবারে এখন কান্নার রোল
ঈদের আনন্দের পরিবর্তে দিতে হল প্রাণ।
এর দায়ভাগ সম্পূর্ণ সুরভি-৭ মাষ্টারের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কতৃপক্ষ ইতোমধ্যে সুরভি-৭ এর রুট পারমিট স্থগিত করেছে।
আমরা সেইসাথে সুরভি-৭ এর মাষ্টারকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সেইসাথে নিহত প্রত্যেকের পরিবারকে সরকারি নিয়মঅনুযায়ী ১ লক্ষ করে টাকা ও সুরভি-৭ এর কতৃপক্ষ কে প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য ও আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার যাতে সুরভি-৭ কতৃপক্ষ বহন করে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কতৃপক্ষ, নৌমন্ত্রী ও বরিশালের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।
FB LIke Bottom
Tuesday, July 5, 2016
বেপরোয়া সুরভি-৭ কেড়ে নিল ৫ জন মানুষের প্রাণ ও আহত করেছে ২০ জনের বেশি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment