FB LIke Bottom

Monday, July 4, 2016

ঢাকা হত্যাকাণ্ডের নিন্দায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ঢাকা হত্যাকাণ্ডের নিন্দায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
গুলশানের হলি আর্টিজান বেকারিতে রক্তাক্ত জঙ্গি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
কূটনীতিক পাড়ার ক্যাফেটিতে শুক্রবারের ওই হামলায় ২০ জনের বেশি নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার মধ্যে শোক জানিয়েছে রাশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং পাকিস্তানও।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, “যে উদ্দেশ্যেই যখন যেখানে যারাই করুক না কেন, যে কোনো ধরনের সন্ত্রাস অপরাধ ও অগ্রহণযোগ্য এবং একে কোনো ধর্ম, জাতীয়তা, সভ্যতা বা নৃ-গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা উচিত নয় বলে পুর্নব্যক্ত করেছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা।”
পরিষদ সদস্যরা প্রস্তাব ২১৯৯ (২০১৫) এবং ২২৫৩ (২০১৫) অনুসারে অসংগঠিত সন্ত্রাসী, সন্ত্রাসী সংগঠন ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ও দমনে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এ হামলার পেছনে যারা রয়েছে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন।
হামলায় শোক প্রকাশ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “আমরা ক্ষুব্ধ আরও একটি অমানবিক সন্ত্রাসী আক্রমণে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিহতদের স্বজনদের আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতরা যেন দ্রুত সেরে ওঠেন সেই কামনা করি।”
এতে আরও বলা হয়, ঢাকার ঘটনায় প্রমাণ হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রতিরোধে বৈশ্বিক সম্প্রদায়কে সমন্বিত প্রয়াস নিতে হবে।
ইন্দোনেশিয়াও ঢাকা হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা জানায় অন্য এক বিবৃতিতে।
আর সিঙ্গাপুরের পাঠানো বিবৃতিতে বলা হয়, “এ ধরনের ঘৃণ্য কাজ কোনো কোনোভাবেই জায়েজ হতে পারে না।”
ঢাকায় জঙ্গি হত্যাকাণ্ডের ঘটনাকে ‘কাপুরুষিত হামলা’ আখ্যায়িত করে বাংলাদেশ কার্যকরভাবে এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে পারবে বলে অন্য এক বিবৃতিতে আশার কথা জানায় পাকিস্তান।
ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।
সেখান থেকে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক।
ঢাকায় নজিরবিহীন এই হামলার কয়েক ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের নামে দায় স্বীকারের বার্তা আসে ইন্টারনেটে। হামলাকারী ৫ জনকে নিজেদের সদস্য হিসেবে তুলে ধরে তাদের ছবিও প্রকাশ করা হয়।

No comments:

Post a Comment